
“শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালাগাথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সারিয়াকান্দি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উদীচী শিল্পী গোষ্ঠীর নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা শাখার সভাপতি মমতাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব ও বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু। সাধারণ সম্পাদক সাহাদত জামানের সঞ্চালনায় সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী সারিয়াকান্দি উপজেলা শাখার উপদেষ্টা বাবু অরুনাংশু কুমার সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি আমিনুর ইসলাম হিরু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজগর।সভায় মমতাজুর রহমান মন্ডল কে সভাপতি ও সাহাদত জামানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সারিয়াকান্দি শাখার কমিটি ঘোষনা করা হয়।
দৈনিক বগুড়া