শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে কৃষকের দুয়ারে প্ল্যান্টডক্টর মোবাইল টিম

নন্দীগ্রামে কৃষকের দুয়ারে প্ল্যান্টডক্টর মোবাইল টিম

কৃষি সেবাকে কৃষকের আরো দোড় গোড়ায় পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহন করেছে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস। চালু করা হয়েছে “প্ল্যান্টডক্টর মোবাইল টিম”। নন্দীগ্রামের কৃষিতে “প্ল্যান্টডক্টর মোবাইল টিম”একটি বিশেষ কৃষক সেবা কার্যক্রম। এই টিমের প্রধান কাজ ভ্রাম্যমান কৃষি সেবা প্রদান করা।

সেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফসলের রোগবালাই ও পোকামাকড়ের প্রেসস্ক্রিপশন দেয়া।এ ছাড়াও আধুনিক কৃষি প্রযু্িক্ত ও জাত সম্প্রসারণ, কৃষি আবহাওয়া সম্পর্কে সচেতন করা, নিরাপদ ও জৈব কৃষি উপকরণ প্রদর্শণ, কৃষি উদ্যোক্তা গঠন, কৃষি বিষয়ক লিফলেট বিতরণ সহ আধুনিক ও রপ্তানী মূখী কৃষি গড়ে তোলা।

উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবুর উদ্যোগে পরিচালিত এই মোবাইল টিমে নিয়মিত যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ নজরুল ইসলাম এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারগণ। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী বাজারের পাশে মাঠে কৃষি সেবা প্রদান করছে “প্ল্যান্টডক্টর মোবাইলটিম”। সেবা গ্রহীতাদের মধ্যে মোঃ আজিজার রহমান এই প্রতিনিধিকে জানান, নন্দীগ্রামের সবচেয়ে দূরবর্তী ইউনিয়ন এই থালতা মাঝগ্রাম কিন্তু প্ল্যান্টডক্টর মোবাইল টিম আসায় আমরা খুব খুশি। আমরা হাতের নাগালেই কৃষি সেবা পাচ্ছি।

গোপালপুর গ্রামের কৃষক শ্রী সুকুমার জানান, আমার সরিষার জমিতে জাব পোকার আক্রমন হয়েছিল, আমাকে তারা প্রেসস্ক্রিপশন দিয়েছে।উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু জানান, প্রতি সপ্তাহের একটি নির্র্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট ইউনিয়নের কৃষকদের জন্য দিনব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ চত্ত্বর, হাট-বাজারের পাশে, রাস্তার মোড়ে যেখানে কৃষকদের জমায়েত বেশী হয় এমন জায়গা গুলোতে ‘প্ল্যান্টডক্টর মোবাইলটিম’ কৃষি সেবা প্রদান করে আসছে।

এ ছাড়াও এই টিম মাঠে কর্ম ব্যস্ত কৃষকদের সরাসরি উপস্থিত থেকে দন্ডায়মান ফসলের বিভিন্ন রোগ-বালাই ও পোকামাকড় দমনে পেসস্ক্রিপশনসহ কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করছে। মোবাইল টিমের গাড়িটি নির্ধারিত ইউনিয়নের বিভিন্ন রাস্তায় দিন ব্যাপী চলমান থাকে। যে কোন কৃষক-কৃষানী তার কৃষি বিষয়ক সমস্যা নিয়ে হাত তুললেই থেমে যায় ‘প্ল্যান্টডক্টর মোবাইলটিম’ গাড়ী এবং কৃষি সেবা প্রদান করে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষি বিভাগ এবং কৃষকদের মাঝে সেবা আদান-প্রদানের এক নিবিড় সংযোগ স্থাপিত হয়েছে। কৃষির সাথে সম্পৃক্ত সকল শ্রেনী পেশার মানুষের দোড়গোড়ায় কৃষি সেবা পৌঁছানোর পাশাপাশি আধুনিক, নিরাপদ, বানিজ্যিক কৃষি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে এই ‘প্ল্যান্টডক্টর মোবাইল টিম’।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই