বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে ইউএনও`র সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া

শাজাহানপুরে ইউএনও`র সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া

বগুড়ার শাজাহানপুরে আহত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আহমেদের সুস্থতা কামনায় উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর উপজেলার দুবলাগাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌর গোপাল গোস্বামী,সাবেক ডেপুটি কমান্ডার হজরত আলী সার্বিক ব্যবস্থাপনায় ইউএনও’র সুস্থতা কামনা করে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরীফ উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,আমজাদ হোসেন,হোসেন আলী,মোজাফ্ফর রহমান,হবিবর রহমান, আব্দুলকুদ্দুস,হোসেন আলী,মঞ্জুরুল হোসেন,আব্দুর রশিদ,ডা. সোলাইমান আলী,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও আব্দুল লতিফ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গৌর গোপাল গোস্বামী  বলেন, শাজাহানপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করার পরপরই অল্পসময়ের ব্যবধানে আসিফ আহমেদ সকল মুক্তিযোদ্ধাদের  মন জয় করেন খুব সহজেই।তিনি আমাদের খুব সম্মান ও শ্রদ্ধা করতেন।ইউএনও আসিফ আহমেদ একজন  মানবিক ও নিবেদিতপ্রাণ সৎ অফিসার হিসাবে উপজেলার সর্বমহলে তিনি সুনাম লাভ করেছেন।তাঁর কর্মকৌশল, ন্যায় নিষ্ঠা, সময়োপযোগী কর্মকাণ্ডের জন্য শাজাহানপুরবাসীর মনের মণিকোঠায় স্থান লাভ করে চলেছেন।সরকারি সকল দিকনির্দেশনা বাস্তবায়নে তিনি  অগ্রগামী। 

এসময কথাহয় দোয়া মোনাজাতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা হোসেন আলী সঙ্গে তিনি জানান,আমাদের ইউএনও পায়ে আঘাত পাওয়ার খবর প্রথম শুনে মনে অত্যন্ত কষ্ট পেয়েছি।আমি আল্লাহর কাছে প্রার্থনা করি,তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হজরত আলী বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ স্যার একজন সৎ ও গরীবের বন্ধু।মুক্তিযোদ্ধাদের আপদ বিপদের আমাদের পাশে দাঁড়িয়েছেন, তিনি নিয়মিত আমাদের খোঁজ খবর নিতেন,তিনি আমাদের সম্মান করতেন।মুক্তিযোদ্ধারা ভালোবাসে ইউএনও সুস্থতা কামনায় দোয়া আয়োজন করছি।

উল্লেখ্য,গত ৫ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দ্বায়িত্বপালন করতে গিয়ে বিশৃঙ্খলাকারীদের হামলায় শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বায়িত্বরত ম্যাজিস্ট্রিট আসিফ আহমেদ সহ নির্বাচনে দ্বায়িত্বরত কর্মকর্তা,পুলিশ,বিজিবির সদস্য আহত হন।তখন থেকে  ইউএনও আসিফ আহমেদ পায়ে আঘাত পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই