বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ার শাজাহানপুরে তথ্য আপা’র উঠান বৈঠক

বগুড়ার শাজাহানপুরে তথ্য আপা’র উঠান বৈঠক

বগুড়ার শাজাহানপুর উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় দুবলাগাড়ী ডিগ্রি কলেজে চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য আপা আফসানা আফরিন এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবলাগাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ মো: সাজ্জাদুর রহমান,শিক্ষক প্রতিনিধি শহিদুর রহমান সাহিনা নাসরিন,আবু হেনা মোস্তফা কামাল,চুপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম নান্নু,খোট্রাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম খান মহব্বত প্রমুখ।

এ সময় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য তথ্য প্রযুক্তির উপর বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজার রহমান।উঠান বৈঠকে বক্তরা তথ্য কেন্দ্রের মাধ্যমে উপকারভোগীদের বিভিন্ন প্রকার আবেদন ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্রদের চাকুরীর আবেদন সকল প্রকার আবেদন তথ্য সেবার মাধ্যমে বিনামুল্যে করা হয়।এছাড়াও সবাই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার সচেতন হওয়াসহ বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

দৈনিক বগুড়া