বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইন অমান্য করে পাঠদান: বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আইন অমান্য করে পাঠদান: বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রেডজোন বগুড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার ও প্রাইভেট হোম চালু রাখায় তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে শহরের জলেশ্বেরীতলা এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এ অর্থদণ্ড দেন। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে সংক্রামক রোগ আইনে নামহীন একটি প্রাইভেট হোমকে পাঁচ হাজার টাকা, ফিউচার একাডেমি ইফ সাইন্স কোচিংকে তিন হাজার এবং নামহীন আরও একটি প্রাইভেট হোমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। 

দৈনিক বগুড়া