বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনাতলায় সাতবিল থেকে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সোনাতলায় সাতবিল থেকে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বুধবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলা মধুপুর ইউনিয়নের সাতবিল থেকে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। মৎস‍্য সপ্তাহ শেষ দিনে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তারা উপজেলার মধুপুর ইউনিয়নের সাতবিলে অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ করেন। এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল মালিক পালিয়ে যায়।

কারেন্ট জাল মা ইলিশ ও পোনা ধ্বংস করে দেয়, ইলিশ মাছসহ সবধরনের মাছের পোনা রক্ষার্থে সরকার এ ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে।
তাই মা ইলিশ ও পোনা রক্ষার্থে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কারেন্ট জালের অবৈধ ভাবে ব‍্যবহার করে বিল থেকে পোনা মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালান।

এদিকে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইমরান রাসেদ, মধুপুর ইউপি চেয়ারম‍্যান আব্দুল আলিম, জোড়গাছা ইউপি চেয়ারম‍্যান গোলাম রব্বানী, উপজেলা মৎস‍্য সম্প্রসারণ কর্মকতা রোকসাহানা খাতুন, রাসেল মিয়া, ক্ষেত্র সহকারী সাকলাইন, অফিস সহকারী আশরাফুল ইসলাম প্রমূখ।

দৈনিক বগুড়া