বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধুনট থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন

ধুনট থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন

বগুড়ার ধুনট থানা চত্ত্বরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও বাংলাদেশ পুলিশের আইজিপির উদ্যোগে গৃহহীন একটি পরিবারকে জমিসহ আধাপাকা নতুন বাড়ি দেওয়া হয়েছে। উপজেলার বেলকুচি চরপাড়া গ্রামে আশ্রিত গৃহহীন জান্নাতী খাতুনকে এ বাড়ি দেওয়া হয়েছে। জান্নাতি খাতুন অন্যের বাড়িতে ঝি’র কাজ এবং তার স্বামী শ্রম বিক্রি করে সংসার চালাতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সোনিতা নাছরিন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কের ইনচার্জ কুলসুমা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমুখ।

দৈনিক বগুড়া