বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে ২ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধনে সাহাদারা এমপি

সারিয়াকান্দিতে ২ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধনে সাহাদারা এমপি

বগুড়ার সারিয়াকান্দিতে কাবিটা প্রকল্পের আওতায়  ২ কোটি টাকা ব্যয়ে  সারিয়াকান্দি-মাদারগঞ্জ সীমানা  চর শোনপঁচা গ্রামের বাদশার বাড়ী হতে  ডাকাত মাড়া যমুনার ঘাট পর্যন্ত ২.৬৮ কিমিঃ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডাকাত মাড়া ঘাটে সুধী সমাবেশে  রাস্তা নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  প্রধান অতিথি বগুড়া-১ আসনের   সংসদ সদস্য সাহাদারা মান্নান ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মমতাজুর রহমান মন্ডল। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলী, কর্নিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, কর্নিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসডি উজ্জল হোসেন শিপন ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল  প্রমুখ উপস্থিত ছিলেন ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কাবিটা প্রকল্পের আওতায় সারিয়াকান্দি-মাদারগঞ্জ সীমানা  চর শোনপঁচা গ্রামের বাদশার বাড়ী হতে  ডাকাতমাড়া যমুনার ঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ করা হচ্ছে ।  ৫টি কালভার্ট সহ ৯মিটার প্রশস্থ এবং ২.৬৮ কিমিঃ দৈর্ঘ্য রাস্তাটি নির্মাণ  ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা । 

দৈনিক বগুড়া