বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ভিক্ষুক পুনর্বাসন লক্ষ্যে দোকান ঘর হস্তান্তর

আদমদীঘিতে ভিক্ষুক পুনর্বাসন লক্ষ্যে দোকান ঘর হস্তান্তর

প্রধানমন্ত্রীর গৃহিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসুচীর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই মহিলা ভিক্ষুকদের আয়বর্ধনের জন্য কর্মসংস্থান সহায়তা বিপনী বিতান হস্তান্তর করা হয়েছে।  বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় এই বিপনী বিতান দুটি হস্তান্তর করেন।

কর্মসংস্থান সহায়তা বিপনীবিতান যাদের নিকট হস্তান্তর করা হয়েছে তারা হলেন, উপজেলার নসরতপুর ইউনিয়নের ডুমুরী গ্রামের মোছা; বেগম ও চাঁপাপুর ইউনিয়নের বেজার গাড়োহালি গ্রামের মোছা: সালমা বেগম। তারা উভয়েই ভিক্ষাবৃত্তি করছিলেন।

উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় জানান, প্রধানমন্ত্রীর গৃহিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসুচীর আওতায় উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নেএই দুই ভিক্ষুককে পুনর্বাসনের জন্য বিপনীবিতান হস্তান্তর করা হয়েছে। যা সার্বক্ষনিক দেখভাল করা হবে। 

দৈনিক বগুড়া