মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ার সারিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৫০টি ঘর হস্তান্তর

বগুড়ার সারিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৫০টি ঘর হস্তান্তর

বগুড়ার সারিয়াকান্দিতে মুজিব বর্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন-গৃহহীন কাজলা ইউনিয়নের ৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি)  দেওয়ান আকরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা  আব্দুল হালিম, পৌর মেয়র মতিউর রহমান মতি ও সুফলভোগী আব্দুল মোত্তালিব। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি এক যোগে জমিসহ গৃহ হস্তান্তরের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার পর সারিয়াকান্দিতে সুফলভোগীদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর বেগম, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া