শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর অর্থদণ্ড

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর অর্থদণ্ড

বগুড়ার শিবগঞ্জে ভোক্তা সংরক্ষণ আইনের ধারায় ভ্রাম্যমাণ আদালত ৯ হাজার টাকা জরিমানা। রোববার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  এসময় শিবগঞ্জ পৌর এলাকা ও আমতলী বাজার সহ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের নিকট থেকে ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।

এব্যাপারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা গণমাধ্যমকে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙ্গানো, অতিরিক্ত দ্রব্য মূল্য ও পণ্যের মোড়কে  খুচরা মূল্য ও উৎপাদন না থাকায় ভোক্তাধিকার  সংরক্ষন আইনে এ জরিমানা করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া