শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার যমুনার তীর ফিরেছে সেই পুরনো রুপে

বগুড়ার যমুনার তীর ফিরেছে সেই পুরনো রুপে

করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় এবার বগুড়ার যমুনা নদীর তীরে পুরনো পরিবেশ ফিরেছে। মনের আনন্দে যমুনার পাড়ে সময় কাটাচ্ছেন বিনোদনপ্রেমীরা। বগুড়ার সারিয়াকান্দী উপজেলার যমুনা নদীর কালিতলা তীর সংরক্ষণ গ্রোয়েন, ধুনটের শহড়াবাড়ি ও বানিয়াজান স্পারে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। বন্ধু, পরিজন নিয়ে কেউ নদীর কিনারে হাঁটছে, কেউ নৌকায় ঘুরছে যমুনা নদীতে।

সব বয়সী মানুষের উপস্থিতিতে যমুনার পার ফিরেছে যেন সেই পুরনো রূপে।

দৈনিক বগুড়া