শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ার বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

বগুড়ার বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদে বন্ধ ছিল বগুড়ার পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো। ভ্রমণপ্রিয় মানুষ বাধ্য হয়েই অনেকটা বাসাবাড়িতে কাটিয়েছেন। কিন্তু এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় কোনো বিধিনিষেধ নেই। এ কারণেই ঘরে বসে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠা মানুষ এবার ছুটেছেন বিনোদনকেন্দ্রে। বগুড়া জেলার হাতেগোনা কয়েকটি বিনোদন কেন্দ্রই এখন লোকারণ্য।

ছয়দিনের টানা ছুটির কারণে বগুড়ার পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল। বগুড়ার মহাস্থানগড়, জাদুঘর, পশুরামের রাজপ্রাসাদ, জাহাজ ঘাটা, শীলাদেবীর ঘাট, বেহুলা-লখিন্দরের বাসরঘর বলে পরিচিত গোকুল মেধ, গোবিন্দ ভিটা, মহাস্থান বন্দর সংলগ্ন হযরত শাহ সুলতান বলখীর (র:) মাজার শরীফ, নরপতির ধাপ বলে পরিচিত ভাসুবিহার, শেরপুরের খেরুয়া মসজিদ, শহরের নবাববাড়ী, ওয়ান্ডার ল্যান্ড বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে মানুষ সারিয়াকান্দির যমুনার চর, প্রেম যমুনার ঘাট বাদ দেননি কিছুই।

ঈদের দিন বিকেল থেকেই দর্শনার্থীরা ভিড় জমায় বগুড়ার এসব দর্শনীয় স্থানগুলোতে। ঈদ উপলক্ষে শহরের সাতমাথায় হরেকরকম খেলনা নিয়ে বসেছিল মেলা। মহাস্থানগড় এলাকায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়েছে। সেই লক্ষ্যে মহাস্থান প্রত্নতত্ত্ব এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন পর্যটকরা।

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ থেকে সপরিবারে ঘুরতে আসা রায়হান মল্লিক বলেন, করোনায় সারাদেশ স্থবির ছিল। বিধিনিষেধ উঠে যাওয়ায় মুক্তভাবে ঘুরতে পেরে খুব ভালো লাগছে। নারী দর্শনার্থী সুমাইয়া বেগম বলেন, স্বামী বিদেশ থাকেন। তাই ছোট ছোট সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছি। তারা মুক্ত পরিবেশে ছোটাছুটি করছে। এতে তাদের মানসিক স্বাস্থের বিকাশ ঘটবে।

মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, দর্শনার্থীদের ভিড় বেশি ছিল। একটু বিনোদনের আশায় মানুষজন তাদের স্ত্রী-সন্তান পরিবার নিয়ে বেড়াতে আসছেন। মহাস্থানগড় পরিদর্শনে আসা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, মহাস্থানগড়ের সার্বিক পবিবেশ সন্তোষজনক। পর্যটকরা নির্বিঘ্নে ঘোরাঘুরি করতে পারছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু