বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গোডাউনে ৩১ হাজার লিটার তেল উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় গোডাউনে ৩১ হাজার লিটার তেল উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

সয়াবিন তেলের ঘটনা নিয়ে বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আলাদলত পরিচালিত করে ৩১ হাজার ৮ লিটার তেল উদ্ধার করেছেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। অভিযানে এ সময় তেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহরের হাটখোলা এলাকায় ফকির অয়ের মিলের গোডাউনে এই অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, এই ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দীর্ঘদিন ধরে তার গুদামে উল্লিখিত সয়াবিন তেল মজুদ করে রেখেছে। ভবিষ্যতে তেলের মজুদ না করা ও বাজার মূল্যে বিক্রি কারার অঙ্গীকার করেন।

দৈনিক বগুড়া