শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনাতলায় ৩দিন ব‍্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সোনাতলায় ৩দিন ব‍্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ‍্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওত্তায় ৩দিন ব‍্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

২জুন বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন শেষে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পপি খাতুনের সভাপতিত্বে আলোচনায়সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব‍্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস‍্য সাহাদারা মান্নান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম‍্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ‍্যাড. মিনহাদুজ্জামান লীটন, অনুষ্ঠানে আরও বক্তব‍্য রাখেন জেলা মৎস‍্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম‍্যান জাহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, উপজেলা মৎস‍্য কর্মকর্তা হাফিজুর রহমান, স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন, জোড়গাছা ইউপি চেয়ারম‍্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম‍্যান আব্দুল আলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিজু, পৌর যুবলীগের সভাপতি এসএম জুবায়েদ হাসান পরাগসহ বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকবৃন্দ। শেষে প্রধান অতিথি সাহাদারা মান্নান উপজেলা মৎস‍্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে রাজশাহী বিভাগে মৎস‍্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের মাঝে ২০টি ভ‍্যানগাড়ী বিতরণ করেন।

দৈনিক বগুড়া