শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ভ্যান গাড়ী বিতরণ

মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ভ্যান গাড়ী বিতরণ

অর্থবছরে রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০জন দরিদ্র প্রান্তিক মৎস্য জীবির বিকল্প আয়বর্ধক কর্মসূচির (এআইজিএ) আয়োজনে জেলেদের মাঝে প্রত্যেককে ১টি করে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিমুদ্দিন, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভুইয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ফারুক আহম্মেদ, শহীদুল কবীর টনি, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা মৎস্য জীবি লীগের সদস্য সচিব লিমন পাইকার, মৎস দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ৮লাখ টাকা ব্যয়ে ৪০জন দরিদ্র প্রান্তিক জেলেদের মাঝে ১টি করে ভ্যানগাড়ী বিতরণ করেন। ভ্যানগাড়ী পেয়ে দরিদ্র জেলেরা মনে আনন্দ নিয়ে উপজেলা পরিষদ ত্যাগ করতে দেখা গেছে। সেইসাথে দেশের সফল প্রধানমন্ত্রীর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন এই জেলেরা।

দৈনিক বগুড়া