শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা ও সাপ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের নেতৃত্বে  বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  হাতি, ঘোড়া গাড়ী, গ্রামীণ বাদ্যযন্ত্রের তালে তালে ঐতিহ্যবাহি লাঠি খেলা এ শোভাযাত্রার আনন্দের মাত্রাকে বাড়িয়ে দেয়।

র‌্যালী শেষে দুপুর ১২ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা আওয়ামী লীগ নেতা ও কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নামজমুল কাদির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। এতে  প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক, প্রকৌশলী  আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য মারুফ রহমান মঞ্জু, আলহাজ্ব আমিনুল হক দুদু, সামছুল ইসলাম মোল্লা, সোহেল আক্তার মিঠু, সাহবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু, যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, খ.ম শামীম প্রমুখ।

দৈনিক বগুড়া