শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামের সবচেয়ে বড় গরু রবির ওজন ১১০০ কেজি

নন্দীগ্রামের সবচেয়ে বড় গরু রবির ওজন ১১০০ কেজি

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া সবচেয়ে বড় গরু লালন পালন করেছেন। আব্দুর রাজ্জাক মিয়া বলেন, এই বাছুরটি রবিবারে হয়েছিল বলে আমরা ষাঁড়টিকে রবি বলে ডাকি। এর ওজন ১১০০ কেজি। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও দৈর্ঘ ১০ ফুট ৫ ইঞ্চি। এটি বাহামা জাতের ষাঁড়। তাঁর আশা কমপক্ষে ১০ লাখ টাকায় বিক্রি হবে গরুটি।

তিনি আরও বলেন, ৩ বছর ৩ মাসের ওই গরুটিকে প্রতিদিন ২৫০-৩০০ টাকার খাবার দিতে হয়। খড়, খৈল, ভুষি, ভাতের পাশাপাশি কাঁচা ঘাসও খাওয়াতে হয় রবিকে। গরুটিকে দেখতে প্রতিদিন অনেক লোক আমার বাড়িতে আসে। এলাকায় কাঙ্খিত দামে রবিকে বিক্রয় না করতে পাড়লে ঢাকায় নিয়ে যাব।

উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, নন্দীগ্রাম উপজেলায় কোরবানি ঈদ উপলক্ষে ২২ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। এ উপজেলায় আব্দুর রাজ্জাক মিয়ার ষাঁড়টি সবচেয়ে বড়।

দৈনিক বগুড়া