বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাবতলীতে রাস্তা পাকাকরণ ও নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন

গাবতলীতে রাস্তা পাকাকরণ ও নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন

বগুড়ার গাবতলীতে কাচা রাস্তা পাকাকরণ কাজের ফলক উন্মোচন ও নবনির্মিত একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

রবিবার প্রথমে গাবতলীর নাড়ুয়ামালা জিসি টু হাট ফুলবাড়ী জিসি (গাবতলী অংশ) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ১কোটি ৭লাখ টাকা ব্যয়ে উপজেলার কালুডাঙ্গা গ্রামে ১কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণ কাজের ফলক উন্মোচন শেষে মোনাজাত করেন তিনি।

এরপর “চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪)” প্রকল্পের আওতায় ১কোটি ২লাখ টাকা ব্যয়ে উপজেলার নবনির্মিত একতলা জাতহলিদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন শেষে মোনাজাত করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। ফলক উন্মোচনকালে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নের সরকার কোটি কোটি ব্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করছেন।

সেইসাথে জনগণের চলাচলের জন্য রাস্তাঘাটের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর স্বপ্ন নয় বাস্তবে রুপ দিচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, মেসার্স জিএএম কনস্ট্রাকশন এর ঠিকাদার ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরে জামান সিদ্দিকী, নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিটু কাজী, সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম জুয়েল, জাতহলিদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, ইউপি সদস্য মহিদুল ইসলাম টুনু, আ’লীগ নেতা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী, আতাউর রহমান, স্বপন কুমার রায়, আশিদুল, মিন্টু ফকির, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা সামিউল ইসলাম সামু, সবুজ মিয়া, মোকছেদ প্রমুখ।

দৈনিক বগুড়া