বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধুনটে বঙ্গমাতার জন্মদিন উদযাপন

ধুনটে বঙ্গমাতার জন্মদিন উদযাপন

বগুড়ার ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এসময় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শরিফুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ৯ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন এবং ৪ জন নারীর হাতে নগদ অর্থ তুলে দেন। পরে প্রধান অতিথি ধুনট পৌরসভা কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আসিফ ইকবাল সনি, ধুনট পৌরসভার সচিব শাহীনূর ইসলাম, কাউন্সিলর বাবুল আকতার বাবু, রনজু মল্লিক, আলী আজগর মান্নান, রফিকুল ইসলাম, মঞ্জিল হোসেন, সেলিম রেজা রিমান প্রমুখ।

দৈনিক বগুড়া