শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ২ হাজার ৮০০ ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার

বগুড়ায় ২ হাজার ৮০০ ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে মাদক বিরোধী অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার হওয়া নারীর নাম হামিদা (২৪)। তিনি কক্সবাজারের টেকনাফের বরাইতলী গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মিসবাহ উদ্দিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে,  গোপন সংবাদে জানা যায় যাত্রীবাহী বাসে যাত্রীর বেশে থেকে একজন ইয়াবা বহন করছেন। এমন খবরে সাজাপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে  চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চিলমারীগামী মামুন এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস তল্লাসী করে ইয়াবাসহ হামিদাকে গ্রেফতার করা হয়। হামিদার ভ্যানিটি ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো অ্যাস্ফিটামিনযুক্ত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়ার উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ ইয়াবাসহ হামিদাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দৈনিক বগুড়া