শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বগুড়ার শেরপুরে মতবিনিময় সভা

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বগুড়ার শেরপুরে মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময়সভা সোমবার (২৯আগস্ট) বিকেলে উপজেলার জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে মালিহা মমতাজ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছাইফুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ছায়েদুর রহমান।

এছাড়া অন্যদের মধ্যে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, মোর্শেদা আক্তার বানু, মমতাজ বেগম, মোমিনুল ইসলাম, স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান, প্রধান শিক্ষক বেলাল হোসেন, শিক্ষক আয়নাল হক, শামিম আরা সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোলঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুর রহমান পলাশ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে হবে। প্রাথমিকেই শিশুদের গুণগত শিক্ষা দিতে হবে। আর এটি নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেইসঙ্গে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তাঁরা। এই মতবিনিময় সভায় উপজেলার বিশালপুর ক্লাস্টারের অধীন সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছাইফুল আলম ও বিশালপুর ক্লাস্টারের নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উম্মে মালিহা মমতাজকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং  ক্লাস্টারের সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদা আক্তার মিমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই