বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

“৪ এপিবিএন, বগুড়ার অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ০২ জন গ্রেফতার”

“৪ এপিবিএন, বগুড়ার অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ০২ জন গ্রেফতার”

অদ্য ১৬/০৯/২০২২ খ্রিঃ ০৪.৫৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়াস্থ সুরুচি ফুড ফ্যাক্টরীর পশ্চিম পাশ্বে ঢাকা টু রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর নারায়ণগঞ্জ হইতে পঞ্চগড়গামী তয়েজ পরিবহন যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-২৮৩৪ তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাড়ীর সিট নং-K-1 ও K-2 তে বসা যাত্রীর নিকট হইতে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা। আসামী ০১। মোঃ ইমরান (৩২), পিতা-আবু আহমেদ, মাতা-মরিয়ম খাতুন, ০২। মোঃ জাহাঙ্গীর আলম (২৮), পিতা-আলী আহাম্মদ, মাতা-সাজেদা বেগম, উভয় সাং-পশ্চিম শিকদারপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার দ্বয়কে গ্রেফতার করা হয়।

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর তত্ত্বাবধানে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ মোখলেছুর রহমান, এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ বাচ্চু মিয়া, কং/মোঃ মেকদাদুর রহমান, কং/মোঃ আহসান হাবীব, কং/মোঃ নাজিমুজ্জামান, কং/মোঃ নাজমুস সাকিব এবং নারী কং/মোছাঃ আঞ্জুরা খাতুন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বগুড়া