বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়া আদমদীঘিতে রুই মাছের পোনা অবমুক্ত করণ

বগুড়া আদমদীঘিতে রুই মাছের পোনা অবমুক্ত করণ

বগুড়া জেলার আদমদিঘী উপজেলার পাঁচটি জলাশয়ে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় দুইশত সত্তর কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, আজ ২২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার পাঁচটি জলাশয় সর্বমোট ২৭০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

জলাশয় গুলো হলো দেওয়ানদীঘি আদর্শগ্রাম পুকুর, সু-পুকুর আশ্রয়ণ, বিনাহালী আদর্শগ্রাম পুকুর, তিলোচ আদর্শগ্রাম পুকুর এবং আদমদীঘি সদর থানার জেলা পরিষদ ডাকবাংলো পুকুর। পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। উক্ত কর্মসূচিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সুজয় পাল, কৃষি কর্মকর্তা জনাব মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাঃ আমিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আব্দুস সালাম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, মৎস্যজীবী, সুফলভোগী, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া