• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

বগুড়ায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান‘র আলোচনা ও গুণীজন সংবর্ধনা

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা কমিটির আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা আজ শুক্রবার বগুড়া শহরের স্তানীয় একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়। দেশ বিরোধী অপশক্তি রোধ ও বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষার্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভূমিকা শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এএইচএম সলতান মাহমুদ প্রিন্স।

সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান আলোচক ছিলেন আশরাফুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সহ সভাপতি ম আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, কেন্দ্রিয় নেতা জাহিদুল ইসলাম মোল্লা, নূরুজ্জামান ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, বীর মুক্তিযোদ্ধা এড. শাহজাহান আলী খান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আবু সাইম জাহান। উপস্থিত ছিলেন জিতু, শাহিন আক্তার মেরাজ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি শাহীন, শাকিল রাসেল মাহমুদ, সজিব উদ্দিন, এনামুল হক টি আর, সাইদুল ইসলাম সোহেল, নোমান, রতন, বিমল, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, তিতাস, প্রমুখ।

অনুষ্ঠানে মজিবর রহমান মজনু তার বক্তব্যে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য কাজ করার আহবান জানান।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া