শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাবতলীতে চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

গাবতলীতে চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

চলতি মৌসুমে বগুড়ার গাবতলীতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা আশা করছেন চাষীরা। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা সঠিক সময়ে বীজ রোপন, সার, কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করার ফলে উপজেলার প্রতিটি ইউনিয়নে রোপা আমন ধান গাছ খুব পরিপুষ্ঠ ও সুন্দরভাবে বেড়ে উঠেছে। উপজেলা কৃষি অফিসের দেওয়া প্রাপ্ততথ্য মোতাবেক এবার উপজেলায় ১৭ হাজার ৩শ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

কিন্তু আবহাওয়া অনুকুলে থাকায় প্রচুর পরিমান বৃষ্টিপাত না হওয়ায় উচু-নিচু সব জমিতেই রোপা আমন চাষ করা হয়েছে ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন চাষ হচ্ছে। কাগইল ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, আমরা উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে সকল কৃষকদের সাথে কৃষি সংক্রান্ত সকল প্রকার পরামর্শ আমরা প্রদান করছি। সে মোতাবেক কৃষক তাদের জমিতে সঠিক সময়ে সার, কিটনাশক, আগাছা নাশক, নিরানী ও মাঠ পর্যায়ে পাচিং পদ্ধতি ব্যাবহার করে ব্যাপক সফল হচ্ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিদা পারভীন জানান, পাচিং পদ্ধতিতে পোকা মাকড় নিধন, ইদুরের উৎপাত বন্ধে জমিতে জমিতে বিষটোফ, আলোক ফাঁদ ব্যবহার করে ইদুরের উৎপাত কমানো সম্ভব। তিনি আরো জানান, উপজেলায় এবার হাইব্রীড ধানী গোল্ড, হাইব্রীড শক্তি, ব্রী-৪৯, ব্রী-৫১, ব্রী-৫২, দেশী উপশী, রনজিত, নেপালী স্বর্ণা, গুটি স্বর্নাসহ স্থানীয় দেশী প্রজাতি ধানের চাষ করা হয়েছে। ইউপি সদস্য আনছার আলী ভোলা জানান, কাগইল ইউনিয়নের কৃষকগণ সঠিক সময়ে রাসায়নিক সার পাওয়ায় সেগুলো কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে জমিতে প্রয়োগের ফলে ধান চাষ ভাল হয়েছে। কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের কৃষক আনছার আলী, কৃষক মশিউর রহমান, আলমগীর হোসেন, শাহজাহান আলী, বাদশা মিয়া জানান, আবহাওয়া যদি শেষ পর্যন্ত অনুকুলে থাকে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হয় তবে তারা এবার হাইব্রীড ধানী গোল্ড ধান চাষ করে ব্যাপক ভালো ফলন পেতে পারেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু