শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে বস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে বস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার শেরপুরের ঐতিহাসিক মা ভবানীর মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) বিকেলে ওই মন্দির প্রাঙণে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বগুড়ার জেলা জেলা প্রশাসক মো. জিয়াউল হক।অত্র মন্দির পরিচালনা কমিটির নেতা দিলীপ কুমার দেবের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, ভবানীপুর মন্দির কমিটির নেতা এড. নরেশ মুখার্জি, নিমাই ঘোষ, হিন্দু ধর্মীয় নেতা অমৃত লাল সাহা, ভবানীপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, সীমাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, পরিমল দত্ত, চন্দন চক্রবর্তী প্রমূখ বক্তব্য রাখেন।পরে প্রধান অতিথি জেলা জেলা প্রশাসক মন্দির কমিটির পক্ষ থেকে স্থানীয় আড়াইশ’ পরিবারের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন।

দৈনিক বগুড়া