শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে ধানের ডগার শিশির বিন্দুতে শীতের আগমনের আভাস

নন্দীগ্রামে ধানের ডগার শিশির বিন্দুতে শীতের আগমনের আভাস

ঋতু বৈচিত্রে প্রকৃতিতে এখন বর্ষা পেরিয়ে শরৎ চলমান। স্নিগ্ধতার এ শরৎকালকে বলা হয় ঋতুর রানী। বাংলা পঞ্জিকা অনুয়ায়ী আজ রবিবার ২২শে আশ্বিন। সেই অনুয়ায়ী শরতের দ্বিতীয় মাসের শেষদিক। এরপর হেমন্তের দুই মাস পর শুরু হবে শীতকাল। 

বগুড়ার নন্দীগ্রামে এরই মধ্যে সকাল-সন্ধ্যায় ধান, ঘাস ও লতাপাতার কচি ডগার শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসন্ন। ইতোমধ্যে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছে দেবীদুর্গা। এখন সূর্য পূর্বদিকে লাল আভা দৃষ্টিগোচর হওয়ার পর হালকা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। আবার ভোরবেলা পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। 

তবে এখনও দিনের বেলায় সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে। আবার মাঝে মধ্যে দেখা মিলছে হালকা বৃষ্টির। এই বৃষ্টি যেন প্রকৃতিতে ডেকে আনছে শীত।  নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, ষড়ঋতুর এই দেশে পৌষ ও মাঘ শীতকাল হলেও কোন কোন বছর শরৎ-হেমন্তেই শীত শুরু হয়। একটি কথার প্রচলন আছে আশ্বিন গা করে শিনশিন। এখন মধ্যরাত থেকে একটু একটু শীত অনুভুত হচ্ছে।

আবহাওয়ার এ তারতম্য নিয়ে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, ঠান্ডা-গরম আবহাওয়ার কারণে জ্বর, সর্দি, নিউমোনিয়াসহ নানা ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই এসময় সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি যত্ন নিতে হবে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই