শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পায়ে হেঁটে বগুড়া থেকে সৈয়দপুর পরিভ্রমণে দুই রোভার স্কাউট সদস্য

পায়ে হেঁটে বগুড়া থেকে সৈয়দপুর পরিভ্রমণে দুই রোভার স্কাউট সদস্য

বগুড়া থেকে সৈয়দপুর পায়ে হেঁটে ১৫০ কি.মি পরিভ্রমণে বের হয়েছেন দুই রোভার স্কাউট সদস্য। রোববার সকাল সাড়ে ৭টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথা থেকে পাঁচদিনের জন্য সৈয়দপুরের উদ্দেশে তারা এ যাত্রা শুরু করেন। 'এডিস মশা নিধন করি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি' শ্লোগানে রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে তারা এই পরিভ্রমণ করছেন।

পরিভ্রমণে বের হওয়া দুই শিক্ষার্থী হলেন- রবিউল ইসলাম এবং মনোয়ার হোসেন। এদের মধ্যে রবিউল ইসলাম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক(সম্মান) চতুর্থ বর্ষের এবং মনোয়ার হোসেন নাটোর দীঘাপতিয়া এম কে কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক(সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী।

আগামী ২০ অক্টোবর তাদের এ কর্মসূচি শেষ হবে। এ পাঁচদিনে তারা চার জায়গায় যাত্রাবিরতি করবেন। প্রথম দিনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে, ২য় দিনে পলাশবাড়ী, ৩য় দিনে মিঠাপুকুর, ৪র্থ দিনে পাগলাপীরে  এবং সর্বশেষ সৈয়দপুর গিয়ে তাদের পরিভ্রমণ শেষ হবে। পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করবেন এবং বিশেষ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সাক্ষাতকালে তারা এডিস মশা নিধন এবং ডেঙ্গু মুক্ত দেশ গড়তে সবাইকে সচেতনতার বার্তা পৌঁছে দিবেন।

পরিভ্রমণে বের হওয়া রবিউল ইসলাম  বলেন, 'রোভার স্কাউটে সর্বোচ্চ এওয়ার্ড পাওয়ার জন্য পরিভ্রমণের অভিজ্ঞতা থাকতে হয়।  এ পাঁচদিনে আমরা পায়ে হেঁটে  সৈয়দপুর পৌঁছাব। প্রথম দিনে ৩৫ কিলোমিটার, এরপরের দিনগুলোতে ৩০ কিলোমিটার এবং শেষদিনে ২৭ কিলোমিটার হাঁটার পরিকল্পনা করা হয়েছে। এসময় মানুষের মধ্যে এডিস মশা নিধন ও ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়ার কাজ করব। পরিভ্রমণে কর্তৃপক্ষ আমাদের সকল ব্যবস্থা করেছেন।'

সরকারি আজিজুল হক কলেজের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সহকারী অধ্যাপক আতিকুল আলম জানান, রোববার সকাল সাড়ে ৭টা থেকে  ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে বগুড়া ও নাটোরের দুই সদস্য পাঁচদিনের পরিভ্রমণ শুরু করেছে। তারা এই পাঁচদিনে পায়ে হেঁটে বগুড়া থেকে সৈয়দপুর পৌঁছাবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতা প্রদান করছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই