শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাবতলীতে হাইব্রিড লাউ জেরিনের বাম্পার ফলন

গাবতলীতে হাইব্রিড লাউ জেরিনের বাম্পার ফলন

বগুড়ার গাবতলীতে নতুন জাতের হাইব্রিড লাউ জেরিনের বাম্পার ফলন হয়েছে। বগুড়ার আলু, মরিচ, মুলা, লাউ, করলা, মিষ্টিকুমড়া, টমেটো, বরবটি, ফুলকপি, বাধাঁকপি ইত্যাদি সবজি ব্যাপকভাব উৎপাদন হয়ে থাকে। এখানকার সবজির স্বাদই অতুলনীয়। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ সারাদেশে সবজির চাহিদা পুরন করে দেশের বাইরেও রপ্তানী হচ্ছে এখানকার সবজি। উত্তরের জেলাগুলোর মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশী  সবজি উৎপাদন হয়।

বিশেষ করে বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান, ডওর, কদমতলী, ময়নাতলা, কাজলাপাড়া, আকন্দপাড়া এবং দাঁড়াইল বাজার, পাঁচমাইল, উদ্দীরকোলাসহ বিভিন্ন এলাকায় এই নতুন হাইব্রিড জাতের লাউ উল্লেখযোগ্য হারে চাষ হয়েছে। ব্যতিক্রমধর্মী গোলাকার ও আকর্ষনীয় হাল্কা সবুজ রঙের এই লাউ এর প্রচুর ফলন দেয়। লাল তীর সীড লিঃ এর উদ্ভাবিত ও বাজারজাতকৃত হাইব্রীড লাউ “জেরিন” চাষের দিকে ঝুঁকে পড়েছে এলাকার স্থানীয় কৃষকরা। এ লাউয়ের বাম্পার ফলন ও ভাল দাম ভালো পাওয়ায় কৃষকের পরিবারগুলো ভীষন খুশি। ফলে হাইব্রীড লাউ “জেরিন” কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। গাবতলীর মহিষবাথান গ্রামের আদর্শ কৃষক ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গৌড় চন্দ্র রায় বলেন, মাত্র ০৭ শতাংশ জমিতে এবার হাইব্রীড লাউ জেরিন চাষ করে তিনি লাভবান হয়েছেন। কৃষক সোলাইমান আলী বলেন, লাল তীর সীড লিঃ এর “জেরিন ” লাউ জাতটি খুবই ভাল। ফলে “জেরিন” লাউ এর সুখ্যাতি এখন  কৃষকদের মুখে মুখে। মাত্র ৪৫ দিন বয়সেই ফল পাওয়া যায়। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই