বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নন্দীগ্রামে মাচায় দুলছে কৃষক বেলাল হোসেনের স্বপ্ন

নন্দীগ্রামে মাচায় দুলছে কৃষক বেলাল হোসেনের স্বপ্ন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের শালুকা পাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন ১৬ শতক জমিতে শিম চাষ করে ৯০ হাজার টাকা বিক্রির স্বপ্ন দেখছেন । চলতি রবি মৌসুমে অধিক লাভের আশায় এ জমিতে শিম চাষ করেছেন তিনি।জুলাই মাসের শুরুতে ওই জমিতে বীজ বোপন করা হয়েছিল। সেই বীজ থেকে চারা গজিয়ে গাছে রূপান্তরিত হয়ে ডালপালায় পরিপূর্ণ হয়েছে মাচা।

থোকা থোকা বেগুনি রঙের ফুলে সেজেছে শিমের খেত। যা অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। আর কার্তিকের মৃদু বাতাসে শিমের সবুজ পাতা ও বেগুনি রঙের ফুলের সঙ্গে দুলছে কৃষক বেলাল হোসেনের  স্বপ্ন।সরেজমিনে বেলাল হোসেনের শিম ক্ষেতে গিয়ে দেখা যায়, শিম গাছের ডাল পালায় মাচা ভরে গেছে। বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলগুলো নজর কাড়বে যে কারো।

এর মধ্যেই কিছু কিছু গাছে শিম ধরতে শুরু করেছে।নন্দীগ্রাম কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি মৌসুমে উপজেলায় ৪শ ৯০ হেক্টর জমিতে শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে আরও  বেশি জমিতে শাক সবজি চাষ হতে পাড়ে।শিম চাষি বেলাল হোসেন বলেন, আমি ১৬ শতক জমিতে শিম চাষ করেছি। 

কয়েক দিনের মধ্যেই শিম উঠানো শুরু করব। শিম চাষে অন্য ফসলের চেয়ে খরচ কম হয়। আশা করছি বাজারদর ভালো থাকলে এ জমি থেকে ৮৫ থেকে ৯০ হাজার টাকার শিম বেচতে পারব।উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, নন্দীগ্রাম উপজেলার মাটি খুবই উর্বর। তাই কৃষকদের ধানের পাশাপাশি শাকসবজি বাগান করার জন্য কৃষি বিভাগ হতে পরার্মশ দেওয়া হয়। তাতে ভালো ফলনও পায় কৃষকরা।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু