শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধুনটে সরকারি ভর্তুকিতে ধান কাটা-মাড়াইয়ের যন্ত্র বিতরণ

ধুনটে সরকারি ভর্তুকিতে ধান কাটা-মাড়াইয়ের যন্ত্র বিতরণ

বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দুই কৃষকের মাঝে সরকারি ভর্তুকির ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র (কম্বাইন হারভেস্টার) বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ধুনট কৃষি অফিস চত্ত¡র থেকে কম্বাইন হারভেস্টার দুটি আনুষ্ঠানিক ভাবে তাদের প্রদান করা হয়। 

কম্বাইন হারভেস্টার দুটি পেলেন উপজেলার খাটিয়ামারি গ্রামের আঙ্গুরি খাতুন ও পিরহাটি গ্রামের আব্দুল হালিম। সরকারি ভাবে প্রতিটি কম্বাইন হারভেস্টার যন্ত্রের জন্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা কৃষককে পরিশোধ করতে হয়েছে।কম্বাইন হারভেস্টার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা ভ্যাটেরেনারী সার্জন ডা. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, বাহাদুর আলী, তোজাম্মেল হক, মহসিন আলম মিন্টু, উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আরিফুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন, সিরাজুল ইসলাম, শুকান্ত কুমার মদক, সামিউল্লা সরকার, সুরাইয়া সুলতানা, ফজলার রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, এসিআই মোটরস লিমিটেডের ধুনট এলাকার টেরিটরি মার্কেটিং অফিসার রবিন কুমার রায় ও বাংলামার্কের মার্কেটিং অফিসার মজনু মিয়া।

দৈনিক বগুড়া