বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’-এই শ্লোগানে বগুড়ার শেরপুর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙণে দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়। বেলা দশটায় বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, আ.লীগ নেতা মকবুল হোসেন, আব্দুর রউফ, আব্দুল বারী প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান পিএএ।

মেলায় সরকারি-বেসরকারি ৪৬টি স্টল স্থান পায়। এরমধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ব্যাংক-বীমা সেক্টর উল্লেখযোগ্য। সন্ধ্যায় কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটে।

দৈনিক বগুড়া