বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

আদমদীঘিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের সাওইল বাজারে অগ্নিকাণ্ডে সুতার দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ৮ জন ব্যসায়ীকে জন প্রতি সাড়ে সাত হাজার টাকার সহায়তার অর্থের চেক হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, বিআরডি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুলাই ভোর রাতে উপজেলার সাওইল বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে রায়হান বিপনী বিতান নামক সুতার দোকানে আগুন লাগে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে ৮টি দোকান পুড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয়ে আবেদন করলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তার অর্থের চেক প্রদান করা হয়।

দৈনিক বগুড়া