বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাহালুতে রবি মৌসুমে প্রণোদনা পাচ্ছেন ৪ হাজার ২৭০ জন চাষি

কাহালুতে রবি মৌসুমে প্রণোদনা পাচ্ছেন ৪ হাজার ২৭০ জন চাষি

রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার কাহালু উপজেলার ৪ হাজার ২৭০ জন চাষিকে দেওয়া হচ্ছে কৃষি প্রণোদনা। সোমবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে সরকারি প্রণোদনার বিনামুল্যে সার ও বীজ প্রদান কার্যক্রমের  উদ্বোধন করা হয়।

সার ও বীজ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোসা. জান্নাতুল ফেরদৌস।

সংশ্লিষ্ট সুত্রমতে চাষিরা প্রতি বিঘা গম চাষের জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পাচ্ছেন। বিঘাপ্রতি ভুট্টা চাষে ২ কেজি ভুট্টা বীজ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। সরিষাচাষে বিঘাপ্রতি ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। মুগ ও মসুরচাষে বিঘাপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি পাবে তালিকা ভুক্ত চাষিরা।

দৈনিক বগুড়া