শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় দই ও মিষ্টিতে নিষিদ্ধ রং ব্যবহারের অপরাধে জরিমানা

বগুড়ায় দই ও মিষ্টিতে নিষিদ্ধ রং ব্যবহারের অপরাধে জরিমানা

বগুড়ায় দই এবং মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রং এবং রাসায়নিক মিশ্রণের অপরাধে এক কারখানাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ বাজার এলাকায় চলা এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে  শেরপুর উপজেলার গাড়িদাহ বাজার এলাকায় দই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  দই এবং মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রং এবং রাসায়নিক মিশ্রণের অপরাধে শম্বা দধি ভান্ডারের মালিক আব্দুর সবুর মিন্টুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

দৈনিক বগুড়া