শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শাজাহানপুরে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

শাজাহানপুরে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষে সুনাগরিক তৈরিতে বগুড়ার শাজাহানপুরে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালযের সার্বিক সহযোগিতায় ও শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে  সোমবার লক্ষ্মীকোলা শাহ্ রওশন জালাল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুর রহমান ওরফে বাদল কাজী’র সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, বীরমুক্তিযোদ্ধা হোসেন আলী। অন্যান্যের মধ্যে অংশ নেন বিদ্যালয় কমিটির সদস্য জাকিরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী, সততা সংঘের সভাপতি মিন্নাতি খাতুন, সাধারণ সম্পাদক রাসেল বাবু, শিক্ষক-কর্মচারি ও সততা সংঘের সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পট, পার্স, কলমদানি, স্কুল ব্যাগ, ছাতা ইত্যাদি বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: