বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুর বিশালপুর রানীরহাট বাজার বিট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর বিশালপুর রানীরহাট বাজার বিট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর উপজেলার রানী হাট বাজার এলাকায় শেরপুর থানা পুলিশের আয়োজনে বীট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  আতাউর রহমান খন্দকারের সভাপতিত্বে । 

বিট পুলিশিং সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর-ধুনটের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব শাহরীন।

শেরপুর থানা পুলিশের এসআই আব্দুস সালামের সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর-ধুটনের জাতীয় সংসদের পুত্র ধনুট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  মোস্তাফিজার রহমান ভুট্টো, ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান,তাড়াশ উপজেলার   তালম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, সাংবাদিক সবুজ চৌধুরী,বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, ব্যবসায়ী নেতা নাজিমুদ্দিন, ইউপি সদস্যা শামীমা আক্তার প্রমুখ।

এই সমাবেশে উপস্থিত ছিলেন। সহ সাবেক চেয়ারম্যান শাজাহান আলী সাজা, বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,ইউনিয়ন যুবলীগের  সাধারণ সম্পাদক পাভেল ইসলাম,  আরিফুল ইসলাম সহ স্থানীয় জনসাধারণ। 

বিট পুলিশের সমাবেশে প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বলেন এলাকার অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনী যেকোন সময়ের জন্যপ্রস্তুত। সন্ত্রাসওমাদক মুক্ত শান্তিপূর্ণ জনপদ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সচেতন জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

দৈনিক বগুড়া