শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

শাজাহানপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বগুড়ার শাজাহানপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। পরে অমর বিজয় স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শাজাহানপুর প্রেসক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করা হয়। পরে সেখানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্যারেড কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, সাংবাদিকদের অংশ গ্রহণে খেলাধুলা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধণা আলোচনা সভা, গণকবরগুলোতে পুস্তক অর্পণ ও শহীদ আত্মা মাগফিরাত কামনা বিশেষ দোয়া,প্রামাণ্য চিত্র প্রদর্শন,উপহার বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,সহকারী কমিশনার ভূমি সানজিদা মোস্তারি,থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী,জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুমাইয়া খানম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু,খোট্টাপাড়া ইউপি আব্দুল্লাহ আল ফারুক,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান।এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন,দপ্তর সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই