বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় দইয়ে নিষিদ্ধ স্যাকারিন ব্যবহার করায় জরিমানা

বগুড়ায় দইয়ে নিষিদ্ধ স্যাকারিন ব্যবহার করায় জরিমানা

বগুড়ার শেরপুরে দই তৈরিতে নিষিদ্ধ স্যাকারিন ব্যবহারের অপরাধে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  মঙ্গলবার দুপুর একটার দিকে শেরপুর উপজেলায় হাজিপুর এলাকায় চলা অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে  শেরপুরে উপজেলার হাজিপুর এলাকার সিজান দই ঘরে অভিযান চালানো হয়। অভিযানে দইয়ে চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিনের প্রমাণ পাওয়া যায়। পরে সিজান দই ঘরের মালিক বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয় বলেও জানান তিনি। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

দৈনিক বগুড়া