শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় বিনামূল্যে বই বিতরণ

দুপচাঁচিয়ায় বিনামূল্যে বই বিতরণ

রোববার দুপচাঁচিয়া উপজেলায় বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকালে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারি শিক্ষক নাজমা সুলতানা ও জয়নাব বানু। পরে ছাত্র ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

অপরদিকে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও সুমন জিহাদীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রাজু আহম্মেদের সঞ্চালনায়, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও সুমন জিহাদীর সভাপতিত্বে ও অধ্যক্ষ রঞ্জন কুমার পালের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল বাসারের সভাপতিত্বে বই বিতরণ করেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

এ সময় একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী, সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয়, শাপলা উচ্চ বিদ্যালয়, ডিমশহর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে পাঠ্য পুস্তক বিতরণ উৎসবে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।    

দৈনিক বগুড়া