বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

বগুড়ার শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ধুনটমোড়ে অবস্থিত খাদ্যগুদামে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য (বগুড়া-৫ আসন) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ কাইয়ুম, সিনিয়র মৎস্য অফিসার শারমিন সুলতানা, শেরপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, শেরপুর থানা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভূঁইয়া কুদু, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, উপজেলা সেমি অটো মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া, এমপির পিএস কোরবান আলী মিলনসহ আরো অনেকে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় ৫ হাজার ৩০৩ মেট্রিক টন চাল ও ১ হাজার ২৪৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

দৈনিক বগুড়া