শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

শনিবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও জনসংখ্যা, স্বাস্থ্য এবং বাংলাদেশ বেতার ঢাকার পুষ্টিসেলের যৌথ আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে বহিরাঙ্গন অনুষ্ঠান ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাহ্ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের পরিচালক বছির উদ্দীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর পরিচালক আব্দুল লতিফ মোল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, সহকারি কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বগুড়া জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তা, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্ত। পরে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্ত ও জান্নাতুল ফেরদৌসী লিজার যৌথ সঞ্চালনায় বাংলাদেশের খ্যাতিমান কন্ঠশিল্পী আগুন, অবন্তি সিঁথি, মিজবাহ বাপ্পি ও বাউল সুকুমারের পরিবেশনায় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর নিজ কন্ঠে পরিবেশিত দু’টি গান এলাকার মানুষের মাঝে ব্যাপক সারাও জাগিয়েছে।     

দৈনিক বগুড়া