বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় `মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার গাইডলাইন` শীর্ষক সেমিনার

বগুড়ায় `মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার গাইডলাইন` শীর্ষক সেমিনার

ইউনিভার্সিটি, মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব শাজাহানপুর (UMESAS),বগুড়া এর আয়োজনে সম্প্রতি  শিক্ষার্থীদের 'মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার গাইডলাইন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন শানজিদা মুস্তারী, সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুজ্জামান, ৩ নং মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভাপতি, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়; মির্জা দিলরুবা লাকী, প্রধান শিক্ষক, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়। এসময় উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আব্দুল কাদির, সভাপতি, ইউনিভার্সিটি, মেডিক্যাল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব শাজাহানপুর (UMESAS)

সেমিনারে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থী মোছাঃ ঐশি। ক্যারিয়ার গঠন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির রিয়াদ।

শিক্ষার্থীদের মাঝে কুইজ পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল ইফতেখার ও সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী হুমায়ুন কবির হিমু।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক, হানজালা, জেমস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ সায়েম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থী সাবরীসহ আরো অনেকে।

দৈনিক বগুড়া