শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাবতলীর নেপালতলীতে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাবতলীর নেপালতলীতে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা রোধকল্পে গতকাল শনিবার বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের বিট পুলিশিং’র মতবিনিময় সভা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

ইউপি সদস্য মহিদুল ইসলাম টুনুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন নেপালতলী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত অফিসার থানার এসআই সোলাইমান আলী, বিট পুলিশিং অফিসার এসআই দুলাল হোসেন, এএসআই সামিউল ইসলাম, ইউপি সদস্য সন্জয় মজুমদার, মুন্নু মিয়া, বাদশা মিয়া, আরিফুল ইসলাম, জুয়েল মিয়া, ওহেদ আলী, শফিকুল ইসলাম, সাহিদা খাতুন লাকি, সেলিনা সুলতানা কাজল, শাবানা আকতার, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে হান্নান সরকার, মোকছেদ আলী, জাকির হোসেন, রশিদ, বুলবুল আহম্মেদ, ফারুক হোসেন, বজলুর রশিদ প্রমুখ। সভায় বিভিন্ন অপরাধ দমনে স্থানীয়দের অভিমত শুনে তা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন থানার ওসি সনাতন চন্দ্র সরকার। তিনি বলেন, সকল প্রকার সেবা নিতে পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করুন।

দৈনিক বগুড়া