শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিরোধ নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় বিরোধ নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া শেরপুরে ভবানীপুর ইউনিয়নের আম্বইল-গোরতা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের সাথে মুসলিম অধিবাসীদের চলমান বিরোধ নিরসনে এক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের উলিপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মাসুম আলী বেগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি, শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু। উপজেলা শিক্ষা পরিদর্শক ছায়েদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুর রশিদ মিঞা, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, আদিবাসী জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল, হিন্দু -বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ডা. এনসি বাড়ই, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিমল দত্ত, এনএসআই এর পরিচালক মাজহারুল মান্নান, ইনডিপেনন্ডেন্ট টেলিভিশন উত্তরবঙ্গ প্রতিনিধি হাসিবুর রহমান বিলু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পক্ষে আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং ও স্থানীয় অধিবাসীদের পক্ষে ওবায়দুর রহমান প্রমুখ।

এসময় শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, হরিশংকর সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পিয়ার হোসেন পিয়ার, শাহ আলম পান্না, জাকির হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, আইনজীবি ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান মজনু বলেন, “এখানে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। এটা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ নেই। আমরা সবার সাথে আলোচনা করে এর একটা সুষ্ঠু সমাধান করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মাসুম আলী বেগ বলেন, ‘আমরা এখানে জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা রাখি না। এটা আদালতের দায়িত্ব। কিন্তু এটা নিয়ে কোন সংঘাত সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যাবে না।’

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই