বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাহালুতে পারিবারিক পুষ্টি বাগানের প্রদর্শণীর উপকরণ বিতরণ

কাহালুতে পারিবারিক পুষ্টি বাগানের প্রদর্শণীর উপকরণ বিতরণ

সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় অনাবাদি জমি চাষাবাদের জন্য উপজেলার ২০৫ জনের মাঝে প্রদর্শণী উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু ও মোছাঃ রওশন আকতার। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, পাইকড় ইউ পি চেয়ারম্যন মোঃ মিটু চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান, ইফতেখার রসূল সিদ্দিক, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, জাহেদুর রহমান (জাহিদ), উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা।

উল্লেখ্য যে ২০৫ জনকে ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ড্যাব, ১০ কেজি এমওপি, ৫ কেজি জৈব সার, আম গাছের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছ সহ পুষ্টি বাগানের জন্য বিভিন্ন উপকরণ দেওয়া হয় । 

দৈনিক বগুড়া