বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের অপেক্ষায় সোনাতলার আড়িয়াঘাট সেতু, জনগণের ভোগান্তি নিরসন

উদ্বোধনের অপেক্ষায় সোনাতলার আড়িয়াঘাট সেতু, জনগণের ভোগান্তি নিরসন

গুড়ার সোনাতলা উপজেলার আড়িয়ারঘাট সেতু নির্মাণে দীর্ঘ ১৭মাস পর জনগণের ভোগান্তি অবসান হতে যাচ্ছে। ২৫ জানুয়ারী সন্ধ্যা হতে ভারি যানবাহন বাদে সকল যানবাহন চলাচল শুরু করতে যাচ্ছে।

১৯৯৮ সালে সেতুর নির্মাণকাজ শেষ হয়। সেতুটি নির্মাণের সময় গার্ডার ও পিলারগুলো প্রশস্ত করে তৈরি করা হলেও অজ্ঞাত কারণে সরু আকারে স্থাপন করা হয় স্টিলের পাটাতন। ১৯৯৮ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে ওই বেইলি সেতু উদ্বোধন করেন।

ব্রীজটির প্রস্থ কম হওয়ায় দুটো গাড়ি একসাথে যাতায়াত করতে পারেনা। সব সময় যানজট লেগেও থাকতো। স্থানীয়দের দুর্ভোগের কথা চিন্তা করে বগুড়া-১ আসনের সাবেক সাংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত আবদুল মান্নানের চেষ্টায় একনেকে সভায় সেতুটি পুণনির্মাণে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ৪০ কোটি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নকাল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সেতুর পুনর্র্নিমাণ কাজ শুরু হয়েছে। ২০২২ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা।

দৈনিক বগুড়া