শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ইউএনও’র কম্বল পেলেন ষাটার্ধ্বো প্রতিবন্ধী জোৎস্না

আদমদীঘিতে ইউএনও’র কম্বল পেলেন ষাটার্ধ্বো প্রতিবন্ধী জোৎস্না

বগুড়ার আদমদীঘিতে ইউএনও’র কম্বল পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী ষাটার্ধ্বো জোৎস্না বেগম। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সান্তাহার শহর প্রেসক্লাবের সামনে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু ওই নারীর হাতে দুইটি কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, সাইফ হাসান খান সৈকত ও সাগরসহ প্রমুখ। 

২৫ বছর যাবত স্বামী পরিত্যক্তা ওই নারী অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। শারীরিক প্রতিবন্ধী ও বয়স বাড়ার কারনে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়ায় কাজে যেতে পারছেন না তিনি। ফলে কষ্টের মধ্যেদিয়ে দিনাতিপাত করছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার জানার পর তার খোঁজ খবর নিতে সিরাজুল হককে পাঠিয়ে দেন। তিনি দুইটি কম্বল দেন এবং আরোও সহায়তার আশ^াস প্রদান করেন।

দৈনিক বগুড়া