শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার আদমদীঘিতে বীর নিবাসের সিসি ঢালাই কাজের উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে বীর নিবাসের সিসি ঢালাই কাজের উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রী উপহারের বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থান বীর নিবাসের সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আদমদীঘি সদর ইউপির তেঁতুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের বাসায় এই বীর নিবাস সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন।

এসময় উপস্থিতি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হাফিজার রহমান, তার বড় ভাই মোকছেদ আলী, সাংবাদিক আবু মুত্তালিব মতি, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সোমা এন্টারপ্রাইজের মালিক আব্দুল ওহাব রানা, মাহবুবুর রহমান, নির্মান মিস্ত্রী লুৎফর রহমানসহ নেতৃবর্গ।

আদমদীঘি উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন বলেন,  : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রতিটি বীর নিবাস নির্মানে ১৪ লাখ ১০ হাজার ৩৮০ টাকা বরাদ্দ ধরা হয়েছে। অত্র উপজেলায় মোট ৪১ টি বীর নিবাস নির্মানের বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে প্রথম পর্যায়ে ৯টি বীর নিবাস নির্মান কাজ সম্পন্ন করা হলেও চলতি বছরে ৪টি প্যাকেজে দুইটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে ৩২ টি বীর নিবাস নির্মান কাজ চলছে।

দৈনিক বগুড়া